শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট দেবে জাইকা: পরিকল্পনামন্ত্রী

এম এ মান্নান

খালিদ আহমেদ: এম এ মান্নান বলেছেন, জাইকার বিদায়ী এবং নতুন প্রতিনিধি সঙ্গে আলোচনায় বুঝতে পারলাম তারা বাজেট সহায়তা নিয়ে ইতিবাচক। তাদের কাছ থেকে ৬০০ মিলিয়ন ডলার সাপোর্ট পেতে পারি। এটা আলোচনা পর্যায়ে আছে, এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু আমি সরকারের একটা দায়িত্বে আছি তাই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমার বিশ্বাস সব প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা বাজেট সাপোর্ট পাবো।

আজ সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে জাইকার বিদায়ী রাষ্ট্রদূত ইয়ো হায়াকাওয়া এবং নতুন রাষ্ট্রদূত ইচিগুচি তোমোহিডের সাক্ষাৎ শেষে পরিকল্পনা মন্ত্রী এ আশার কথা বলেন। 

মান্নান বলেন, আড়াই হাজারে জাপানি অর্থায়নে ইকোনমিক জোন হচ্ছে। প্রকল্পটি দ্রুত শেষ করতে চায় জাইকা। মাতারবাড়ি কয়লা বিদ্যুতে জাপান কাজ করছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমরা আরও কাজ করতে চাই। এই খাতে জাইকাও সহায়তা করতে আগ্রহী। আমাদের নৌবন্দরগুলো, অবকাঠামো খাত, রেল, সমুদ্র খাত নিয়ে কাজ করতে চায় জাইকা।

হায়াকাওয়া বলেন, করোনা পরবর্তী অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ খুব দ্রুত ও সুন্দর করে সামলে নিয়েছে। নানা চ্যালেঞ্জের মত বাংলাদেশ তার অগ্রগতি ধরে রেখেছে।

নতুন প্রতিনিধি ইচিগুচি বলেন, আমি গত ১০ বছর থেকেই জাইকার প্রধান কার্যালয়ে বাংলাদেশ নিয়ে কাজ করেছি। মেট্রোরেল, মেঘনা-গোমতি-কাঁচপুর সেতু, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ বাংলাদেশের নানা প্রকল্পে আমি অবদান রেখেছি। এতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আমার কিছু পূর্ব অভিজ্ঞতা হয়েছে। যা আমাকে সাহায্য করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়