শাহনাজ বেগম, নিউইয়র্ক থেকে: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় যে প্রচেষ্টা তা জোরদার করার বিষয়ে জাতিসংঘ মহাসচিব এন্থোনিও গুতেরেসের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করেছেন।
শুক্রবার নিউইয়র্ক স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী তার ভাষণের পর জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মহাসচিব গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ সদর দপ্তরে স্বাগত জানান।
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনার পর সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।