শিরোনাম
◈ রা‌তে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনা‌লে পিএস‌জি ও চেল‌সি মু‌খ্মেু‌খি ◈ মিটফোর্ড পাথরকান্ড: ওই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত কোথায়?: রিজভী  ◈ ছাত্রদলে একযোগে পদত্যাগের হিড়িক! ◈ কান্নাজড়িত কণ্ঠে সদ্য বাবাকে হারানো সোহাগের মেয়ে বলেন, ‘আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো?’ ◈ আমাদের কাছে অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই: র‍্যাব মহাপরিচালক ◈ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ◈ দুর্ঘটনায় নিহত ফুটবলার জতার সম্মানে ২০ নম্বর জার্সি চিরতরে তুলে রাখছে লিভারপুল ◈ চাঁদাবাজের পক্ষে তদবির করলে গ্রেপ্তার, মিরপুরের এডিসি ◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২২, ০৮:৪৮ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২২, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

আদ্দিস আবাবা দূতাবাস

মনজুর এ আজিজ: ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, আদ্দিস আবাবায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অতিথিবৃন্দ, স্থানীয় ইথিওপীয় গন্যমান্যব্যক্তিবর্গ, ইথিওপীয় সাংবাদিক এবং দূতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। 

পূর্বাহ্নে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিত করণের মাধ্যমে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়। দূতাবাসের উদ্যোগে শোক দিবস উপলক্ষে অত্র দূতাবাসের পক্ষ থেকে আদ্দিস আবাবায় একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কোরআনুল কারিম ও ধর্মীয় বই বিতরণ করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন। 

দিবসটি উপলক্ষে ইথিওপীয় আদ্দিস টিভি রাষ্ট্রদূতের একটি সাক্ষাৎকার গ্রহণ করে। অহরাহ্নে অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মহোদয় মো. নজরুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং দোয়ার মাধ্যমে সূচিত অনুষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, তাঁর পরিবারবর্গ এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত পৃথক পৃথক বাণী আগত অতিথিবৃন্দের উদ্দেশ্য পাঠ করে শোনানো হয়। অতঃপর শোক দিবস উপলক্ষে আগত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের উপরে একটি প্রামাণ্যচিত্র (ভিডিও) প্রদর্শিত হয়। 

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও অত্র দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টাসহ বেশ কয়েকজন বাংলাদেশি আলোচনায় অংশগ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতাপূর্ব ও সংগ্রাম চলাকালীন বঙ্গবন্ধুর জীবনের সুদীর্ঘ সময় কারাবন্দী থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর দৃঢ়তা, সীমাহীন ধৈর্য, সাহস ও বিচক্ষণতা তারা তুলে ধরেন।

উক্ত জাতীয় শোকদিবস অনুষ্ঠানে রাষ্ট্রদূত মহোদয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আগত অতিথিবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর মৃত্যু হলেও তার মূল্যবোধ, নীতি ও আদর্শ আরও শক্তিশালী হয়েছে। তার আদর্শ প্রোথিত রয়েছে বাংলার জনগণের হৃদয়ে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না যদিও আজকে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের।

তিনি প্রবাসীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রীর সূচিত উন্নয়নের ধারায় সকলকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়