শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে : ফাওজুল কবির খান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই নির্বাচন কেবল ৫ বছরের জন্য নয়, বরং এটি আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে।

আজ শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, ১২ ফেব্রুয়ারির এই নির্বাচন কোনো গতানুগতিক নির্বাচন নয়। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন, যেখানে সরকার কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবে না। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান হয়েছিল কারণ মানুষ ভোট দিতে পারেনি। এবার জনগণ যাকেই নির্বাচিত করবে, তিনিই বিজয়ী হবেন।”

গণভোটের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, গণভোটে ৪টি প্রশ্নের একটি ‘প্যাকেজ’ রয়েছে। যারা দেশে সংস্কার চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন এবং যারা সংস্কার চান না তারা ‘না’ ভোট দেবেন। ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হবে।

জনগণই সবচেয়ে ক্ষমতাবান উল্লেখ করে উপদেষ্টা বলেন, মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জনগণকে সচেতন থেকে যোগ্য প্রতিনিধি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়