প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের সাবেক গাড়িচালক মাহবুব হোসেনসহ দুই জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে মাহবুব হোসেনকে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে আটক করা হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যৌথবাহিনীর হেফাজতে থাকা মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।
পরে মাহবুবের দেয়া তথ্যে এই চক্রের হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র্যাব। রাতে মাহবুব হোসেনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনীর সদস্যরা।
জানা গেছে, আজ শুক্রবার বিকেলে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ রয়েছে, বিল্লাল–মাহবুব চক্র প্রশ্নপত্র ফাঁসের কথা বলে বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিচ্ছিলেন।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা প্রশ্নপত্রের ক্রেতা সেজে মাহবুবের সাথে যোগাযোগ করেন। পরে তাকে আটক করা হয়।