শিরোনাম
◈ খালেদা জিয়ার মৃত্যুর খবরে যা বলছে ভারতের মিডিয়া ◈ জাতির সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার প্রয়াণ ‘বিরাট ক্ষতি’: প্রধান উপদেষ্টা ◈ তিন দিনের রাষ্ট্রীয় শোক ও কাল বুধবার সাধারন ছুটি ঘোষণা ◈ তার সেই মহান উক্তি ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই’ (ভিডিও) ◈ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন শেখ হাসিনা ◈ খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজ‌কের খেলা স্থগিত ◈ খালেদা জিয়া গৃহবধূ থেকে যেভাবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা হয়ে উঠেছিলেন  ◈ শহীদ জিয়ার পাশেই শায়িত হবেন খালেদা জিয়া ◈ আজ দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শোক

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৮ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া ছিলেন জাতির কঠিন সময়ের আশার আলো: প্রেস সচিব শফিকুল আলম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাকে জাতির কঠিন সময়ের আশার আলো হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দেশের এই শীর্ষ নেত্রীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি এই মন্তব্য করেন।

শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং তিনি ছিলেন অকুতোভয় প্রতিরোধের প্রতীক এবং অনন্য স্তরের একজন দেশপ্রেমিক। তার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শোকের ছায়া নেমে এসেছে, সেখানে সরকারের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রেস সচিব শফিকুল আলম তাঁর বার্তায় বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করে লিখেছেন যে, তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন বীর যোদ্ধা হিসেবে এ দেশের মানুষের পাশে ছিলেন। বিশেষ করে জাতির জন্য যখনই চরম সংকটকাল উপস্থিত হয়েছে, তখনই তিনি আশার আলো হয়ে পথ দেখিয়েছেন। 

তিনি মনে করেন, খালেদা জিয়ার আজীবন লড়াই ও ত্যাগের মাধ্যমেই বাংলাদেশের প্রকৃত চেতনা ও মহিমা সংজ্ঞায়িত হয়েছে। শফিকুল আলম তাকে সব নেতার মধ্যে সবচেয়ে করুণাময় ও মহানুভব হিসেবে বর্ণনা করে বলেন যে, ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনে তিনি কোটি মানুষের কাছে একজন আদর্শ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

শোকবার্তার শেষ অংশে প্রেস সচিব মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন। তিনি প্রার্থনা করেন যে, মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসনে স্থান দান করেন। এই বীর সংগ্রামী নেত্রীর বিদায়ে তার প্রতি সম্মান জানিয়ে শফিকুল আলম লেখেন, ‘আপনি চির শান্তিতে ঘুমান।’ 

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান রাজনীতিক শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টার কার্যালয়সহ বিভিন্ন রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্তর থেকে একের পর এক শোকবার্তা আসছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়