শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৩:১৩ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা ইলিশ রক্ষায় আকাশে বিমানবাহিনীর হেলিকপ্টার টহল

ইলিশের প্রজনন মৌসুমে সংরক্ষণ কার্যক্রম সফল করতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’-এর অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় অঞ্চলে বিমানবাহিনী বিশেষ নজরদারি মিশন পরিচালনা করছে।

রোববার (১২ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই বিশেষ অভিযানটি ৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এর অংশ হিসেবে রোববার সন্ধ্যা ৬টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদ-নদীতে অবৈধ মাছ আহরণ রোধে বিমান নজরদারি পরিচালনা করে।

এসময় হেলিকপ্টারটি মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শিবচর, কালকিনি, জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার নদীগুলোতে টহল দেয় এবং সফলভাবে মিশন সম্পন্ন করে।

একই সময়ে বিমানবাহিনীর আরেকটি হেলিকপ্টার খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শরণখোলা থেকে শ্যামনগর পর্যন্ত সুন্দরবন ও দক্ষিণ-পশ্চিম উপকূল এলাকায় অবৈধ মাছ আহরণ রোধে বিমান নজরদারি মিশন পরিচালনা করে।

আইএসপিআর আরও জানায়, হেলিকপ্টারগুলোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) সংযুক্ত করা হয়েছে, যা রাতের অন্ধকারে দৃশ্যমানতা বাড়িয়ে তোলে এবং মাছ ধরার নৌযানগুলো পর্যবেক্ষণে সহায়তা করে। এই মিশনে বিমানবাহিনীর ক্রুরা নাইট ভিশন গগলস (এনভিজি) ব্যবহার করে সম্পূর্ণ অন্ধকারেও কার্যকর নজরদারি নিশ্চিত করেন।

এতে আরও উল্লেখ করা হয়, আকাশ থেকে ভূমিতে সরাসরি যোগাযোগের মাধ্যমে এসব মিশন পরিচালিত হচ্ছে, যাতে মাঠ পর্যায়ের আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন সমন্বয় রক্ষা করা সম্ভব হচ্ছে। এসব অঞ্চলের বাইরে কুতুবদিয়া, বরিশাল ও ভোলা এলাকায়ও বিমানবাহিনী একই ধরনের নজরদারি মিশন পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়