রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ সাময়িকভাবে স্থগিত হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১২টার দিকে একাডেমির শাপলা হলে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠলে এই পরিস্থিতি তৈরি হয়।
আজ দুপুরে সংলাপের দ্বিতীয় পর্বের ২০তম দিনের কার্যক্রম চলছিল। অ্যালার্ম বেজে ওঠার পর অংশগ্রহণকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এর কিছুক্ষণ পর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ অধিবেশন সাময়িকভাবে স্থগিত করেন।
দুপুর ১২টা ২০ মিনিটের দিকে অধ্যাপক রীয়াজ ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় সবাইকে কক্ষ ত্যাগ করতে বলেন। এর পর উপস্থিত সবাই সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান।
এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমির একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, মূল ভবনের তৃতীয় তলায় কেউ ধূমপান করায় স্মোক ডিটেক্টর সচল হয়ে অ্যালার্ম বেজে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
অ্যালার্ম বেজে ওঠার পর সংলাপে অংশগ্রহণকারীরা মূল ভবন থেকে বেরিয়ে যান। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে অ্যালার্ম বন্ধ করা হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সোয়া ১টা) সংলাপ পুনরায় শুরু হয়নি। একাডেমির কর্মীদের ঘটনার কারণ অনুসন্ধান করতে দেখা গেছে।