শিরোনাম
◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৫, ০১:২৬ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দূষণ রোধে শুধু পলিথিন বর্জন নয়, উৎপাদন বন্ধ করাও জরুরি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মনিরুল ইসলাম: পরিবেশ সুরক্ষা ও দূষণ রোধে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং পলিথিন পুরোপুরি বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি বলেন, “দূষণ রোধে শুধু পলিথিন বর্জন নয়, পলিথিন উৎপাদনও বন্ধ করতে হবে।”

বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, জাতীয় বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, “প্লাস্টিক এখন পৃথিবীর জন্য বিষ হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু মানুষের নয়, পৃথিবীর সব জীবের জন্য ভয়াবহ ক্ষতিকর। প্রতিদিন মানুষের পাশাপাশি বাড়ছে জনপ্রতি প্লাস্টিকের ব্যবহার। আসুন, আজ থেকেই আমরা মনে মনে সিদ্ধান্ত নিই—প্লাস্টিক বর্জন করব।”

তিনি আরও বলেন, “জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। পরিবেশ ধ্বংস করে উন্নয়নের কথা ভাবা আত্মঘাতী। সুন্দর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হলে পরিবেশ বিপর্যয় রোধে এখনই ব্যবস্থা নিতে হবে।”

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধে ব্যক্তিগত সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব দিয়ে ড. ইউনূস বলেন, “দেশের প্রতিটি নাগরিক যদি সপ্তাহে অন্তত একদিন প্লাস্টিক বর্জন করেন, তাহলে ধীরে ধীরে এটি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। কঠিন হলেও এই সিদ্ধান্ত ছাড়া ভবিষ্যৎ রক্ষা করা যাবে না।”

লাইফস্টাইলে পরিবর্তন ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, “আমরা যদি আমাদের জীবনযাপনের ধরনে আমূল পরিবর্তন না আনি, তাহলে এই সংকট থেকে উত্তরণ অসম্ভব। তরুণ প্রজন্মই পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা একটি সোনালু গাছ রোপণের মধ্য দিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৫-এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়