শিরোনাম
◈ পাকিস্তান সিরিজে পাঁচ ম‌্যা‌চের প‌রিব‌র্তে হ‌বে তিন ম‌্যা‌চের টি-টোয়েন্টি, সব খেলা লাহোরে ◈ ৪৮ ঘণ্টায় গাজায় ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের ◈ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া ◈ কাকরাইলে শ্রমিক-পুলিশ মুখোমুখি, উত্তপ্ত পরিস্থিতি (ভিডিও) ◈ আ‌মিরা‌তের কা‌ছে হা‌রের পর কী অজুহাত দাঁড় করা‌লেন লিটন দাস ◈ ২৪ ঘণ্টার মধ্যে পাহাড়ি ঢলের শঙ্কা, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম ◈ সরকারি কর্মকর্তাদের শৃঙ্খলা ফেরাতে কঠোর আইন আসছে ◈ ব্যাগেজ রুলসে রদবদল: স্বর্ণ আনায় নতুন সীমা নির্ধারণের পথে সরকার ◈ সারাদেশে একমাসে গ্রেপ্তার ৪৮,৪০০ ◈ আন্দোলনরত সমর্থকদের জরুরি যে বার্তা দিলেন ইশরাক

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০১:৪৮ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সার্ভিস ফি-কমিশন বন্ধ, পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক

বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টে ডলার সংযুক্তি (এনডোর্সমেন্ট) করতে চাইলে এখন থেকে ব্যাংকগুলো সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি নিতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এসংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো। এর বাইরে ‘সার্ভিস ফি’, ‘কমিশন’ কিংবা অন্য কোনো নামে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। জনস্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ও চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বা কমিশন নিচ্ছে। অতিরিক্ত ফি আদায় করায় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হন গ্রাহকরা।

এ কারণে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা কিনতে উৎসাহিত করতে প্রথমবারের মতো পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ব্যাংক কর্তৃক বৈদেশিক মুদ্রা বিক্রির সময় পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জ এবং সার্ভিস ফি, চার্জ ও কমিশন আদায়ের ক্ষেত্রে এনডোর্সমেন্ট ফি বা চার্জ হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করা যাবে। এ ছাড়া এনডোর্সমেন্ট ফি বা চার্জ ব্যতীত কোনো সার্ভিস ফি, চার্জ ও কমিশন বা অনুরূপ যেকোনো নামে অতিরিক্ত কোনো ফি, চার্জ ও কমিশন আদায় করা যাবে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়