শিরোনাম
◈ পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের পাশে ইসরাইল! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লি‌গের ফাইনালে ইন্টার মিলান  ◈ ভারত-পাকিস্তান সহিংসতায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ ◈ সামরিক শক্তিতে ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে? ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা জানিয়েছে ভারত ◈ নতুন আইন আসছে সরকারি চাকরিজীবীদের জন্য  ◈ ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩, আহত ১২ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে আড়াই কোটি এশীয়, মার্কিন জনসংখ্যার ৭ শতাংশ  ◈ চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দল পা‌বে ৩৪৪ কো‌টি ৬৫ লাখ টাকা   ◈ দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত?

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

১০০ কেজি গাঁজা ও কাভার্ড পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর পল্লবী এলাকা থেকে ১০০ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতদের নাম-  মোঃ সোহাগ সর্দার (২৮) ও  মোঃ তহিদ (২৬)।

শনিবার রাতে পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

রোববার ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি পিকআপসহ গাঁজা বিক্রয়ের জন্য পল্লবী থানাধীন কালসী মোড় এলাকার রাইজিং কাবাব এন্ড রেস্টুরেন্ট সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি সোহাগ সর্দার ও তাহিদকে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়