শিরোনাম
◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৪:১৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ ঢাকা আসছে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

সৌদি আরবের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আজ রোববার রাতে ঢাকায় আসছে। ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কূটনৈতিক নোটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস থেকে জানানো হয়েছে, সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল রোববার রাত ৮টা ৪৮ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। এই দলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয়, ন্যাশনাল ইনফরমেশন সেন্টার এবং অন্যান্য সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরা থাকবেন।

প্রতিনিধিদলটি বাংলাদেশে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য পরিষেবা সহজীকরণের বিষয়ে আলোচনা করবে। দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অথবা ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এ বৈঠকের আয়োজন করার জন্য।

দূতাবাস প্রতিনিধিদলের তালিকা, বৈঠকের আলোচ্যসূচি এবং প্রতিনিধিদলের ফ্লাইটের সময়সূচি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে।

প্রতিনিধিদলটি আগামীকাল সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঢাকা ত্যাগ করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়