শিরোনাম
◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও)

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:৩৬ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে সেঞ্চুরি করা লেবুর হালি এখন ৮ টাকা

ডেস্ক রিপোর্ট : রমজানে লেবুর দামে সেঞ্চুরি করলেও তা এখন কমে ৮ টাকায় নেমেছে। রোজার সময়ে বাজারে লেবুর অতিরিক্ত চাহিদাকে পুঁজি করে গড়ে ওঠে সিন্ডিকেট চক্র। চরম অস্বস্তি নেমে আসে ভোক্তাদের ওপর। তবে রোজা শেষে কমতে থাকে এই ভোগান্তি। এখন আর সেই চাহিদা নেই। ফলে কম দামে লেবু বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ছোট দেশি লেবু হালিপ্রতি ৮ থেকে ১২ টাকা, কাগজি লেবু ১৫-২০ টাকা বিক্রি হচ্ছে। সবজির দাম চড়া, স্থিতিশীল মাছ-মাংস অর্থাৎ ছোট লেবুর ডজন ২৫ থেকে ৩০ টাকায় ও মাঝারি আকারের লেবুর ডজন ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বাজারগুলোতে সারি সারি লেবুর পসরা বিছিয়েছে বিক্রেতারা। ক্রেতারাও স্বস্তিতে কিনছেন লেবু। গরমে এক গ্লাস লেবুর শরবতে নিমিষেই ক্লান্তি দূর হয়ে যায়। ফলে এখন আবার লেবুর চাহিদা বেড়ে যাবে। এর আগে রমজানে লেবুর হালি বিক্রি হয়েছে ৮০-১০০ টাকায়। এমনকি কোথাও সেটা ১২০ টাকা দরেও বিক্রির খবর পাওয়া যায়। তখন ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতি কথা জানিয়েছেন। লেবুর উৎপাদন কম থাকায় ঘাটতির অজুহাত দিয়েছেন ব্যবসায়ীরা।

সেলিম হোসেন নামে এক ক্রেতা জানান, রমজানজুড়ে যে অস্বস্তি ছিল লেবুতে তা এখন নেই। আসলে এসব অসাধু ব্যবসায়ীদের ধিক্কার জানানো ছাড়া আর কিছু করার নেই। বাজারে নানা সিন্ডিকেটের কথা শুনলেও এবার লেবুর বাজারেও সেই সিন্ডিকেট লক্ষ্য করা গেছে।

অন্তর্বর্তী সরকারকে বলবো, তারা নানা সংস্কারের উদ্যোগ নিয়েছে। তার মধ্যে বাজার ব্যবস্থায় একটা সুষ্ঠু নীতিমালা চাই। যেন ভোক্তারা ন্যায্য দামে নিত্যপণ্য ক্রয় করতে পারে। কারণ সিন্ডিকেট ভাঙতে পারলেই সাধারণ গ্রাহকরা স্বস্তিতে কেনাকাটা করতে পারবে।

লেবু বিক্রেতা রাকিবুল হাসান বলেন, গ্রাহকরা স্বস্তিতে লেবু কিনছেন। প্রয়োজনীয় ভিটামিন সি গ্রহণ করতে পারছেন। গ্রীষ্মে লেবুর শরবতে একটা তৃপ্তি পাচ্ছেন ভোক্তারা। তিনি বলেন, রমজানে লেবুর অতিরিক্ত চাহিদা ছিল।

সেতুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল। তবে এখন বাজারে নতুন লেবু আসছে। এতে দাম কমছে। মান ও আকারভেদে প্রতিপিস লেবু বিক্রি হচ্ছে ১-৪ টাকায়। বৃষ্টি বাড়লে লেবুর উৎপাদন বাড়বে। তখন দাম আরও কমবে।

সুত্র : যায়যায়দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়