শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমি বাংলাদেশের এই ঐতিহাসিক জেলায় আসতে পেরেছি: ইরানের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বলেছেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, এবং আমরা চাই এই সম্পর্ক আরও গভীর হোক। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রযুক্তি খাতে আমাদের দু’দেশের মধ্যে সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে। আজ রোববার সকালে  সাড়ে ১১টার দিকে বগুড়া চেম্বার অফ কমার্স মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমি বাংলাদেশের এই ঐতিহাসিক জেলা বগুড়ায় আসতে পেরেছি। এটি একটি চমৎকার জায়গা, এবং এখানকার মানুষের আতিথেয়তা আমাকে হৃদয় থেকে স্পর্শ করেছে।

সভায় সভাপতিত্ব করেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, এতে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, চেম্বারের পরিচালক হাসান আলী আলালসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে ইরানের রাষ্ট্রদূত বগুড়া এসে সরকারি বেসরকারি বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়ার মহাস্থানগড়সহ ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেছেন।

ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে রাষ্ট্রদূত সফরের আয়োজনকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়