শিরোনাম
◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি ◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

মিরপুরে শাহাদাত বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজি, গ্ৰেফতার ১ 

মাসুদ আলম: রাজধানীর মিরপুরে কথিত শাহাদাত বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজির অভিযোগে চাঁদাবাজ গ্রুপের সক্রিয় সদস্য মোঃ আসিফ সিকদার (২৫) কে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। 

সোমবার মিরপুর মডেল থানার শাহআলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার  রাতে কথিত শাহাদাত বাহিনীর পরিচয়ে ২০/২৫ জনের একটি চাঁদাবাজ গ্রুপ মিরপুরের স্বাধীন মার্কেটে চাঁদাবাজি করতে যায়। চাঁদাবাজ গ্রুপটি মিরপুর স্বাধীন মার্কেট থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা মার্কেটে ভাঙচুর করে। এ সংক্রান্তে স্বাধীন মার্কেটের ম্যানেজার তরিকুল মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, স্বাধীন মার্কেটে হামলার ঘটনায় মামলার পর থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেফতারে তৎপরতা চালায়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার  মিরপুরের শাহআলী এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসিফ সিকদারকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত আসিফ সিকদার ও তার পলাতক সহযোগীরা পেশাদার চাঁদাবাজ গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ মিরপুর এলাকায় কথিত শাহাদাত বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতারকৃত আসিফ সিকদারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও চাঁদাবাজির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়