শিরোনাম
◈ মিরপুর-১০ এর মেট্রোরেল স্টেশনে চীনা নাগরিকের মানিব্যাগ চুরি, অতঃপর... ◈ ফ্রান্সসহ আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি পেলো ইসি ◈ ‘প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে ন্যায্য সমাধানের আশ্বাস’ ◈ চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নিতে নির্দেশ তিন উপদেষ্টার ◈ ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল ◈ ১৭ বছ‌রের বাল‌ককে দ‌লে নি‌য়ে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস  ◈ থানায় ফেসবুকের বিরুদ্ধে জিডি করলেন মামুনুল হক ◈ ভিকারুননিসায় হিজাব বিতর্কে শিক্ষক সাময়িক বরখাস্ত, উত্তাল ভিকারুননিসা ◈ প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি ◈ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ডাকসু ভিপি প্রার্থী জালাল, তোলা হয়েছে আদালতে

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৪৪ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কী আর বলবো, যেই লাউ সেই কদু’: আদালতে হাসানুল হক ইনু

আদালতে তোলার সময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কী আর বলবো, যেই লাউ সেই কদু। সোমবার ঢাকার মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে এ কথা বলেন তিনি। পরে তিনি কোন পক্ষে জানতে চাইলে উত্তরে বলেন, আমি লাউ, কদু দুটির বিপক্ষে। 

এদিন সকাল ১০ টা ৫৫ মিনিট ইনুসহ তিনজনকে আদালতে তোলা হয়। কাঠগড়ায় উঠানোর পর ইনু ও রাশেদ খান মেনন তাদের আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেন। তবে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এক পাশে চুপ করে দাঁড়িয়ে ছিলেন। পরে ১১ টা ১০ মিনিটে বিচারক এজলাসে উঠেন। প্রথমেই আবুল হাসানকে গ্রেফতার দেখানোর শুনানি হয়।

পরে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় ইনু ও মেননের রিমান্ড শুনানি শুরু হয়। তখন কাঠগড়ায় দুজন পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। কিছুক্ষণ পর ইনু মেননের কাছে এগিয়ে যান। ইনুর কথা শুনে হাসতে থাকেন মেনন। শুনানি শেষে আদালত তাদের এ মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তারপর পুলিশ প্রহরায় আদালত থেকে নিচে নামানো হয়। 

জানা গেছে, বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় গত ৬ নভেম্বর তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ১৫০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। উৎস: যুগান্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়