শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না : ডিএমপি 

মাসুদ আলম : অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেছেন, জনগণের আস্থা না থাকলে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাই জনগণের আস্থা অর্জনে পুলিশকে সর্বোচ্চ চেষ্টা করতে হয়। 

ডিএমপি, ঢাকার সাবেক আরআই মোঃ আশরাফ আলীর চাকরি থেকে অবসর উপলক্ষে শনিবার  সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  কথা বলেন। 

তিনিও  বলেন, বাংলাদেশ পুলিশের জন্য রাজারবাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা।  এই রাজারবাগে যিনি আরআই এর দায়িত্বে থাকেন, তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব মোঃ আশরাফ আলী একজন সফল কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন। তিনি বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা স্মৃতি তুলে ধরে পুলিশ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ আশরাফ আলী সকল পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) রওনক আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোঃ আশরাফ আলী ১৬ নভেম্বর ২০২২ তারিখে ডিএমপির আরআই হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি  সুদীর্ঘ একচল্লিশ বছরের বেশি সময়ের বর্ণিল পেশাগত  জীবন সাফল্যের সাথে সম্পন্ন করে গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ ডিএমপির আরআই পদে থেকে অবসরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়