শিরোনাম
◈ গণ‌ভোট নি‌য়ে রাজনী‌তির মাঠ গরম, অথচ গণভোটের বিষয়গুলো বুঝতে পারছেন না ভোটাররা ◈ এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান  ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব ◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন ◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনো দূরত্ব

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ০১:৩৫ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিতে ঢুকতে চায় না নির্বাচন কমিশন: সিইসি (ভিডিও)

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণা দেয়া সময়সীমা মাথায় রেখে নির্বাচনের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চায় না বলে জানান তিনি।

রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপি অংশগ্রহণের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

 সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, ইসি কোনো রাজনৈতিক বক্তব্যের ভেতরে ঢুকতে চায় না। সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগুচ্ছে ইসি। বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবারের ভোটার তালিকা।
 
 ‘আমরা আইনকানুন, বিধিবিধান, সিস্টেমের মধ্যে থাকব। আমরা চাই যে স্ট্রেট, যাতে সবাই...ফ্রি ফেয়াগেম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দ্য রুলস অব দ্য গেম—এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই’, যোগ করেন সিইসি।
 
এদিন ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে প্রাথমিকভাবে ১৭৫টি ল্যাপটপ, ২০০ ডকুমেন্টস স্ক্যানার ও ৪ হাজার ৩০০ ব্যাগ দিয়েছে ইউএনডিপি। নির্বাচন ভবনে সিইসির কাছে এগুলো হস্তান্তর করেন জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টিফেন।
 
 এদিকে ছয় মাসের মধ্যে হালনাগাদের কার্যক্রম সম্পন্ন হবে বলে আশাবাদী ইসি। সোমবার (২০ জানুয়ারি) সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। সোমবার থেকে ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে ৬৫ হাজার লোক কাজ করবে বলে জানা গেছে। উৎস: সময়নিউজটিভি ও আরটিভি অনলাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়