শিরোনাম
◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও) ◈ ইসরায়েলি ড্রোন হামলায় গাজামুখী ত্রাণবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, মাল্টার জলসীমা থেকে কর্মী উদ্ধার ◈ কাশ্মীর হামলার পর পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আইএমএফকে সতর্ক করল ভারত ◈ বিহারে স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ, শতাধিক শিশু অসুস্থ! ◈ অর্থ সংকটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত!

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১১:২৮ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাত ফেরত প্রবাসীদের হট্টগোল ও তোপের মুখে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন আসিফ নজরুল (ভিডিও)

অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যাচ্ছেন উপদেষ্টা আসিফ নজরুল

শনিবার (২৮ ডিসেম্বর) এসব প্রবাসীর প্রত্যেককে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তরের অনুষ্ঠান আয়োজন করা হয় ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ হলে। উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের এক পর্যায়ে প্রবাসীরা হট্টগোল করে আরব আমিরাতে তৎকালীন কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের গ্রেফতার দাবি করেন এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানান। হট্টগোল চলাকালেই উপদেষ্টা আসিফ নজরুল অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে আরব আমিরাত থেকে জেল খেটে আসা প্রবাসীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের এক পর্যায়ে দুবাই ফেরত একজন প্রবাসী স্টেজের সামনে এসে আসিফ নজরুলকে উদ্দেশ করে বলতে থাকেন, আমাদের তারা জঙ্গি বানিয়ে দিয়েছে সেই দেশে। এর জন্য দায়ী কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সে আমিরাত সরকারকে চিঠি দিয়ে আমাদের গ্রেফতার করতে বলেছে। তাকে গ্রেফতার করলে সব তথ্য পাওয়া যাবে।

এসময় আসিফ নজরুল উত্তেজিত প্রবাসীদের শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা শান্ত হোন। আমার কথা শোনেন, তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন। আমি বুঝতে পেরেছি, আপনাদের ক্ষোভের কারণ আছে। আপনারা আগামীকাল ৭ জনের একটি প্রতিনিধিদল আমার সঙ্গে বিকাল ৩টায় মন্ত্রণালয়ে দেখা করেন। কাল মন্ত্রণালয়ে মিটিং হবে, কার কার কী অভিযোগ শোনা হবে, আমি দেখবো। 

এরপর আসিফ নজরুল বক্তৃতা বন্ধ করে মঞ্চে বসে থাকেন। এরপর প্রবাসীরা আরও উত্তেজিত হয়ে তার কাছে এসে দাবি জানাতে শুরু করলে এক পর্যায়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এসময় প্রবাসীরা স্লোগান দিতে থাকেন, ‘বিচার চাই, বিচার চাই’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’। 

প্রবাসীরা অনুষ্ঠানে বি এম জামালকে গ্রেফতারের দাবি জানান। তাদের ভাষ্য, এই কূটনীতিককে দেশে ফিরিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সব তথ্য পাওয়া যাবে। দুবাই কনস্যুলেটের কর্মকর্তারা তাদের বাংলাদেশের বিরোধিতার অভিযোগ করেনি। এই প্রবাসীরা আরব আমিরাতের বিরোধিতা করে বিক্ষোভ করেছিলেন, এমন অভিযোগ করে ফাঁসানো হয়েছি। এজন্য তারা যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছিলেন।

এসময় প্রবাসী উত্তেজিত হয়ে বলেন, ‘ভিনদেশে আমাদের জঙ্গি বানায়, এমন কর্মকর্তাকে কেন পদোন্নতি দেওয়া হয়? ৩৫ বছর ধরে কাজ করে যা উপার্জন করেছিলাম, সব হারিয়েছি। আমার মতো অনেকেই কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

দাবি না মানলে, রাজপথে নেমে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন এই প্রবাসীরা।

প্রবাসীদের অভিযোগ, অভিযুক্ত কর্মকর্তা বি এম জামাল হোসেন আওয়ামী লীগের লোকজনের সহায়তায় হাজার খানেক ভিসা বিক্রি করেছে। রিমান্ডে নিয়ে সে দেশে অমানবিক নির্যাতনের অভিযোগও করেন তারা। 

এক পর্যায়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বলেন, ‘আমরা শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা একটু দয়া করে শান্ত হোন।’ পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের দাবি জানান প্রবাসীরা।

অনুষ্ঠানস্থল ত্যাগ করার আগে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমি কাতারে গিয়েছিলাম। সেখানে প্রবাসীদের সঙ্গে কথা বলেছি। প্রবাসীরা আমাকে বলেছে কোনও কোনও দূতাবাসের কর্মকর্তার আচরণ ছিল শত্রুভাবাপন্ন। আপনারা এভাবে (উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ করে) কথা না বলে নির্দিষ্ট করে বলেন যে, ওনার বিরুদ্ধে এই অভিযোগ আছে। আপনারা যদি অভিযোগ দেন, তাহলে আমরা তদন্ত করে দেখতে পারি। পরে আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি। অভিযোগ না দিলে তো ব্যবস্থা নেওয়া যায় না।’

তিনি বলেন, ‘আপনারা সুন্দর একটি কাগজে অভিযোগ দেন। আমরা ফরেন মিনিস্ট্রিতে দেবো। আমি মনে করি, আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদের সাহায্য ও সেবা দেওয়ার পরিবর্তে শত্রুতামূলক আচরণ করে থাকে। তবে শুধু তার চাকরির ক্ষেত্রে নয়, তার বিচার হওয়া উচিত।‘

‘প্রবাসীরা দেশের সম্পদ, তারা আমাদের ভিআইপি’, উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘আপনাদের যে দুর্ভোগ আছে, সেটা অনেকাংশে কমানোর চেষ্টা করছি। এই সরকার সব সময় মনে করে, প্রবাসীরা আমাদের সম্পদ, তারা আমাদের ভিআইপি। আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। তা আপনাদের জানিয়ে দিচ্ছি। আরও কিছু কাজ আছে, সেগুলো বাস্তবায়ন করতে সময় লাগবে।’

উপদেষ্টা প্রবাসীদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে চান বলে জানিয়েছেন, বিষয়টি আমরা দেখবো। যাতে আপনারা সহজ শর্তে ঋণ পান।’   

অনুষ্ঠানে ১৮৮ জন আমিরাত-ফেরত প্রবাসীদের ৫০ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়। 

সূত্র : বাংলাট্রিবিউন, এটিএন বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়