শিরোনাম
◈ জাতীয় নির্বাচন: দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি ◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় নিহত ফায়ারফাইটার নয়নের জানাজা সম্পন্ন

মাসুদ আলম : সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় কর্মরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মোঃ সোয়ানুর জামান নয়ন-এর জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার  দুপুর ২টার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.),  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার)  মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

জানাজা অনুষ্ঠানের আগে শহিদ মোঃ সোয়ানুর জামান নয়ন-এর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন  স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। এরপর প্রয়াত ফায়ারফাইটারের দুজন আত্মীয় সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা নয়ন-এর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য দোয়ার আবেদন জানান। এরপর জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ। 

জানাজা শেষে  স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ সোয়ানুর জামান নয়নের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। শিশুকালে বেড়ে ওঠা নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবে প্রয়াত সোয়ানুর রহমান নয়নের মরদেহ।

উল্লেখ্য, বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিদুর্ঘটনা সংঘটিত হয়। ঢাকার ১২টি ফায়ার স্টেশন থেকে ১৯টি ইউনিট এবং ২১১ জন কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ের অগ্নিনির্বাপণে অংশগ্রহণ করে। উক্ত দুর্ঘটনায় সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ তলা থেকে ৯ম তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমে  আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১১ টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ সম্পন্ন হয়। অগ্নিদুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
এই অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মোঃ সোয়ানুর জামান নয়ন অগ্নিনির্বাপণে নিয়োজিত থাকা অবস্থায় সচিবালয়ের দক্ষিণ পাশের রাস্তায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। সাথে সাথে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শাহবাগ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই আগুনে ফায়ার সার্ভিসের অপর ৪ জন সদস্য আহত হন, তবে আহতদের সবার অবস্থা ভালো আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়