শিরোনাম
◈ ভারত-পাকিস্তানের মধ্যে হাজার কোটি ডলারের গোপন আঁতাত কারা টিকিয়ে রেখেছে ◈ তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: আপিল বিভাগে তথ্য-প্রমাণ দাখিল ◈ ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান ◈ ‌‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে’ ◈ জোবাইদা রহমান বিএনপির নেতৃত্বে আসবেন, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? ◈ গোপনে পাকিস্তানি নারীকে বিয়ে, ভিসা লঙ্ঘনে চাকরি গেল ভারতীয় জওয়ানের! ◈ ৮০০ ডলারের নিচের পণ্যে শুল্ক বসাল ট্রাম্প, চাপে তেমু-শেয়েন, বিপাকে ডিজিটাল বিজ্ঞাপন বাজার ◈ "নির্বাচনে ব্যবহার না হলেও দেড় লাখ ইভিএমের ভবিষ্যৎ অনিশ্চিত, হস্তান্তর প্রক্রিয়াও ঝুলে আছে" ◈ এবার পা‌কিস্তা‌নে আই‌পিএল সম্প্রচার নি‌ষিদ্ধ ◈ ইং‌লিশ লি‌গে হে‌রেই গে‌লো আর্সেনাল

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৪, ১২:৩৬ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কূটনীতিকদের দায়িত্বে বড় পরিবর্তন, কে কোথায় যাচ্ছেন?

মনিরুল ইসলাম: বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে গুরুত্বপূর্ণ পদে পেশাদার কূটনীতিকদের দায়িত্বে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে কিছু কূটনীতিকের মিশন পরিবর্তন হচ্ছে। একই সঙ্গে কিছু কূটনীতিককে ঢাকায় ফেরানো এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিশনে নতুন দায়িত্বে পাঠানো হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মুহাম্মদ সাকিব সাদাকাতকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন করাচির ডেপুটি হাইকমিশনার করার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামে (যুক্তরাজ্য) সহকারী হাইকমিশনারের দায়িত্ব পাচ্ছেন ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের উপ হাইকমিশনার শেলী সালেহীন। বার্মিংহামের সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামান যাবেন চেন্নাইয়ে উপ-হাইকমিশনার হয়ে।

এছাড়া বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মুহাম্মদ মিজানুর রহমানকে ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল করা হ‌চ্ছে।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতায় বর্তমানে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি সিকদার মোহাম্মদ আশরাফুর রহমানকে সদর দফতর ঢাকায় ফেরানো হচ্ছে। এছাড়া বাংলাদেশ দূতাবাস মাস্কাটের মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মৌসুমী রহমানকেও ঢাকায় ফেরানো হচ্ছে।

বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক সামিয়া ইসরাত রনি এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্‌-আল-মামুনকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর করে পাঠাচ্ছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের পো‌স্টিং প‌লি‌সি অনুযায়ী মিশনগু‌লো‌তে রদবদল করা হচ্ছে। এরই ধারাবা‌হিকতায় বাংলাদেশের যেসব দূতাবাসে রাষ্ট্রদূত নেই, সেসব দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সহকারী হাইকমিশনার পর্যায়ে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া নিচের দিকের কিছু পোস্টেও পরিবর্তন আনা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়