শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৪, ০১:৩২ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারকে অব্যাহত অর্থনৈতিক–রাজনৈতিক সমর্থনের আশ্বাস যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটনে ডোনাল্ড লুসহ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠক। ছবি: সংগৃহীত

শুক্রবার (১১ অক্টোবর) ওয়াশিংটনে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে পৃথক বৈঠকে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির সরকারের এ প্রতিশ্রুতির কথা জানান। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। সূত্র : আজকের পত্রিকা

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন ডেপুটি সেক্রেটারি রিচার্ড ভার্মা, ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন ব্যাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী লিন্ডসে ফোর্ডসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

ভার্মার সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের আওতা ও গভীরতা বাড়ানো, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা ও শ্রম মান নিয়ে আলোচনা হয়। 

ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন ব্যাস এক্স পোস্টে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে দুই দেশের মধ্যে সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে অর্থনৈতিক ও জঙ্গিবাদ বিরোধী লক্ষ্যগুলো অর্জনে অংশীদারত্ব নিয়েও কথা হয়েছে। 

প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী লিন্ডসে ফোর্ডের সঙ্গে আলোচনায় এসেছে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উদ্যোগ, শ্রমমান, নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন  বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়