ইমন হোসেন: [২] দেশে এখন মোট বেকারের ১২ শতাংশই উচ্চশিক্ষিত। অথচ যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেই তাদের বেকারত্বের হার মাত্র ১.০৭ শতাংশ। অর্থাৎ শিক্ষিত বেকারের সংখ্যা অধিক হারে বাড়ছে। লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) তথ্য মতে, বাংলাদেশে ১০০ জন স্নাতকধারীর ৪৭ জনই বেকার। (কালের কন্ঠ ০১-০৫-২০২৪)
[৩] দেশে বছরে কমপক্ষে ২০ লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করে। তাদের ১৩-১৪ লাখের দেশের অভ্যন্তরে কর্মসংস্থান হয়। বাকিরা দেশের বাইরে যান। গত দুই দশক ধরে বেকারের সংখ্যা ২৪ থেকে ২৮ লাখের মধ্যে আছে। (ঢাকা ট্রিবিউন ১০-০৫-২০২৪)
[৪] বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানায়, ২০২৩ সালের শেষ তিন মাসের তুলনায় চলতি ২০২৪ সালের প্রথম তিন মাসে বাংলাদেশে বেকারত্বের হার বেড়েছে ৩ শমিক ৫১ শতাংশ। দেশে এখন কর্মহীন লোকের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার জন। ২০২৩ সালে শেষ প্রান্তিকে বেকারের সংখ্যা ছিলো ২৩ লাখ ৫০ হাজার জন। বেকার সংখ্যা বেড়েছে ২ লাখ ৪০ হাজার জন ।( প্রথম আলো ০৬-০৫-২০২৪)
[৫] শ্রমশক্তিতে এখন ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী-পুরুষ আছেন। তাদের মধ্যে ৭ কোটি ১১ লাখ ৬০ হাজার লোক কর্মে নিয়োজিত, বাকিরা বেকার। এর মধ্যে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে। তবে কমেছে নারী বেকারের সংখ্যা। (নয়া দিগন্ত ০৭-০৫-২০২৪)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
এসবি২