মাসুদ আলম: শুক্রবার হলি আর্টিজান হামলার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে পুরাতন গুলশান থানার সামনে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে তৎকালীন বনানী থানার ওসি মো. সালাউদ্দিনের স্ত্রী রেমকিন বলেন, দুই ছেলে মেয়ে প্রতিমুহূর্তে তাদের বাবাকে মিস করছে। বাবার জায়গাটা আমি মা হয়ে শত চেষ্টা করেও ফিলাপ করতে পারি না। বাবাকে মিস করে না এমন কোনো দিন দেখিনি।
তিনি বলেন, মৃত্যুবার্ষিকী আসছে বলে যে আমরা মিস করছি, সেরকম না। প্রতিদিনই আমরা একইরকমভাবে মিস করি। আমার বাচ্চারা কীভাবে যে বেড়ে উঠেছে। তার মৃত্যুর পর থেকে এক সেকেন্ডের জন্য আমি ভুলে যাইনি। প্রতিটি মুহূর্তে আমার স্বামীকে মিস করি। আমার স্বামী দেশ ও দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন- এই একটা বিষয় ভেবেই মনে শান্তি পাই। এছাড়া তিনি সব সময় আমার মনের ভেতরেই রয়েছেন।
রেমকিন আরও বলেন, দেশের জন্য আমার স্বামী জীবন উৎসর্গের পর বিভিন্ন স্থানে জঙ্গি হামলা, জঙ্গিদের অপতৎপরতায় দেশের মানুষের ক্ষতি হচ্ছিল। সেই জায়গাগুলো পুলিশ ভাইয়েরা, স্যারেরা হ্যান্ডেল করেছেন। জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযানের পর দেশ এখন জঙ্গিমুক্ত বলা যায়। আপনারাও দেখেছেন, এমন (হামলা) আর কোনো জায়গায় শুনতে পাইনি। তারপরও আমাদের দেশের পুলিশ ভাইয়েরা কাজ করছেন। আমরা জঙ্গি মুক্ত একটি সুন্দর দেশ চাই।
তিনি বলেন, আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। আমার দুই বাচ্চার জন্য দোয়া করবেন। তারা যেন সুশিক্ষিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। এ সময় সঙ্গে তার ছেলে-মেয়েও উপস্থিত ছিল।