শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল ◈ বাংলাদেশে বাড়িতে সন্তান প্রসবের উচ্চহারে জাতিসংঘের উদ্বেগ, পদক্ষেপ নেওয়ার তাগিদ ◈ ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ ◈ রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন ◈ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ◈ ডিএফপির নতুন ডিজি আকতার হোসেন ◈ শরিকদলগুলোর সাথে ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণে আলোচনা চলছে: মির্জা ফখরুল ◈ বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ◈ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন ফের ৫২ জনকে বহিষ্কার করলো বিএনপি ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যাচেষ্টা, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৪, ০৬:২৮ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৪, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি মিশনগুলোতে ব্যাপক রদবদল

আজাহার আলী সরকার: [২] টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনা সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। রাষ্ট্রদূত ও হাইকমিশনার ছাড়াও মিশনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

[৩] বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের দায়িত্ব পালন করা তিন পেশাদার কূটনীতিককে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে।

[৩.১] মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবিরকে বাংলাদেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কনস্যুলেট জেদ্দায় কনসাল জেনারেল হিসেবে পাঠানো হচ্ছে।

[৩.২] মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) শাহ মোহাম্মদ তানভীর মনসুরকে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে উপ হাইকমিশনার করে পাঠানো হচ্ছে। 

[৩.৩] মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীনকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় কনসাল জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

[৪] বর্তমানে ওয়াশিংটন এবং ব্রাসেলসে দায়িত্ব পালনরত দুই কূটনীতিকের স্টেশন পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। এদের মধ্যে ওয়াশিংটনে মিনিস্টার (পলিটিক্যাল) হিসেবে দায়িত্বরত মো. রাশেদুজ্জামানকে কনসাল জেনারেল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার পলিটিক্যাল এবং মিশন উপপ্রধান প্রীতি রহমানকে দিল্লির বাংলাদেশ মিশনে উপ-হাইকমিশনার করার সিদ্ধান্ত হয়েছে।

[৫] পরিচালকের দায়িত্বে থাকা প্রবাস লামারংকে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর করার সিদ্ধান্ত হয়েছে। পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের পরিচালকের দায়িত্ব পালন করা মোহাম্মদ আল আলামুল ইমামকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের বাংলাদেশ মিশনে কাউন্সেলর করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পিএমওতে দায়িত্ব পালন করা মোহাম্মদ নাজমুল হককে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে কাউন্সেলর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

[৬] জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বিভিন্ন পদে পরিবর্তন আনা হচ্ছে। বিষয়টা এমন নয় যে, হঠাৎ করে এ ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এটা একটা রুটিন কাজ। কূটনীতিকদের একেক সময়ে একেক স্টেশনে কাজ করতে হয়। কেউ মিশনে যাবেন, আবার মিশন থেকে কেউ সদর দপ্তরে ফিরবেন বা বা এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাবেন; এটাই রীতি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এএএস/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়