শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ০৮:১৬ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণকে সেবা দেওয়া প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, এটা দয়া নয়: মানবাধিকার কমিশন

এম এম লিংকন: [২] জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, এটি মানুষের অধিকার। 

[৩] নাগরিকদের সরকারি সেবা প্রাপ্তিতে হয়রানির সুযোগ নেই উল্লেখ করে নাগরিক সেবা সমুন্নত রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এমন নির্দেশনাও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেন তিনি। কোনো সরকারি কর্মচারী অন্যায় করলে তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে ।

[৪] এছাড়া নওগাঁয় ভূমি অফিসের অফিস সহায়ক সুলতানা জেসমিন নিহতের ঘটনায় তিনি বলেন,  কোনো ব্যক্তি যাতে জুলুম-নির্যাতনের শিকার না হয় তা বিবেচনায় রাখতে হবে। 

[৫] বুধবার নওগাঁ জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি এবং সুধীজনের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

[৬] প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউমা রহমান। এ সময় কমিশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলম ও উপপরিচালক এম. রবিউল ইসলাম। 

[৭] সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল করিমের সভাপতিত্বে আরো উপস্থিত েিছলন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদন্নোতিপ্রাপ্ত), জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জনের প্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, শিক্ষক, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএমএল/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়