শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৪, ০৩:০০ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের মামলায় সড়ক ও জনপথ  বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী কারাগারে

এম.এ. লতিফ: [২] সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা পৃথক তিন মামলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৩] দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন’আমাদের নতুন সময়’কে বিষয়টি জানান। তিনি আরও জানান, এ কে এম মনির হোসেন পাঠান উচ্চ আদালত থেকে জামিন নেন এবং উচ্চ আদালতের নির্দেশে গত ২৮ মার্চ তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ওইদিন আদালত অন্য মামলায় ব্যস্ত থাকায় ২২ এপ্রিল পর্যন্ত তার জামিনের মেয়াদ বর্ধিত করেন। আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

[৪] আদালত সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি মোট ৫ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ মনির হোসেন পাঠানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে তিনটি পৃথক মামলা দায়ের করেন।  সম্পাদনা:কামরুজ্জামান

এমএএল/কে/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়