শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০২:৪৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিব নগর দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি উপাচার্য বিএসএমএমইউ’র 

শাহীন খন্দকার: [৩] ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। 

[৪] শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে প্রতিহত করে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মন্তব্য করে বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম কার্যকরী সরকার হলো ঐতিহাসিক মুজিবনগর সরকার।

[৫] ১৭ই এপ্রিল মুজিবনগর দিবসটি বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় দিন। উপাচার্য বলেন, আসুন ঐতিহাসিক এই দিনে আমরা শপথ করি, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে নেবো এবং জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করবো।

[৬] অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে সে লক্ষ্য পূরণে আমাদেরকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে তিনি এসব কথা বলেন।

[৭] আজ বুধবার সকাল সাড়ে ৯টায় (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের  বি ব্লকে স্থাপিত  বঙ্গবন্ধুর ম্যুরালে বিএসএমএমইউ পরিবারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। এসময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বিএসএমএমইউ এর পক্ষ থেকেও একই সাথে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, বিভিন্ন স্তরের কর্মকর্তা, নার্স, কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা : কামরুজ্জামান

এসকে/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়