শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডন এক্সপ্রেসের ১৪ বাসে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ীর ধার্মিকপাড়ায় অগ্নিকাণ্ডে লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি। 

[৩] যাত্রাবাড়ী থানার ওসি বিএম ফরমান আলী বলেন, বাস পুড়ে যাওয়ার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মালিকপক্ষ মামলা করতে থানায় আসেননি। 

[৪] এদিকে আগুনে বাস পোড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। সংস্থার ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

[৫] ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, সোমবার ধার্মিকপাড়ায় অগ্নি দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। সংস্থার ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে ডিএডি মো. শামসুজ্জোহাকে এবং সদস্য করা হয়েছে ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণিকে। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

[৬] সোমবার রাত ৮টা ৫০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে গেছে। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়