শিরোনাম
◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২২, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২২, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় বিমান বাহিনীতে প্রথম বাবা-মেয়ে বৈমানিকের উড্ডয়ন

রাশিদুল ইসলাম : এয়ার কমোডর সঞ্জয় শর্মার কন্যা, ফ্লাইং অফিসার অনন্যা শর্মা ‘উচ্চতর এবং দ্রুততর’ জেট বিমান তৈরির প্রশিক্ষণ নিচ্ছেন। সম্পর্কে তারা পিতা ও কন্যা। ফ্লাইং অফিসার অনন্যা শর্মা তার বাবার পদাঙ্ক অনুসরণ করার স্বপ্ন দেখেছিলেন, আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। দি প্রিন্ট
গত মে মাসে যখন অনন্যা ও তার বাবা এয়ার কমোডর সঞ্জয় শর্মার সাথে ফাইটার জেটের একই ফর্মেশনে উড্ডয়ন করেন তখন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়। তারা কর্ণাটকের বিদার স্টেশনে হক-১৩২ অ্যাডভান্সড জেট প্রশিক্ষক বিমানটি (এজেটি) নিয়ে উড্ডয়ন করেন।

মঙ্গলবার জঙ্গি বিমানের সামনে হাঁটু গেড়ে বসে থাকা দুজনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় এবং দ্রুত ভাইরাল হয়ে যায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুজরাট জনসংযোগ কর্মকর্তা টুইট করেন, ‘ভারতীয় বিমান বাহিনীতে পূর্বে এমন কোনও উদাহরণ নেই যেখানে বাবা-মেয়ে একটি মিশনে একই ফাইটার নিয়ে উড্ডয়ন করেন। এয়ার কমরেড সঞ্জয় এবং এফজি অফের অনন্যা শুধু বাবা এবং মেয়ের চেয়েও বেশি কিছু ছিলেন। 

সঞ্জয় শর্মা আইএএফ-এর একজন পাকা ফাইটার পাইলট, যিনি ১৯৮৯ সালে ফাইটার স্ট্রিমে যোগ দেন। তারপর থেকে, শর্মা মিগ-২১ স্কোয়াড্রনের পাশাপাশি একটি ফ্রন্টলাইন ফাইটার স্টেশনের নেতৃত্ব দিয়ে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। 

ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনে ই. প্রযুক্তিতে ডিগ্রি অর্জনের পর, অনন্যাকে ভারতীয় বিমানবাহিনীর ফ্লাইং আর্মের প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। ২০২১ সালের ডিসেম্বরে, তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে একজন ফাইটার পাইলট হিসেবে কমিশন লাভ করেন।

ভারতে অবনী চতুর্বেদী, ভাবনা কন্ঠ এবং মোহনা সিংএর মত অনন্যা জঙ্গি বিমানের পাইলট হলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়