শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৩:৪২ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রিয়া আওয়ামী লীগের আনন্দ সমাবেশ

আনিসুল হক, ভিয়েনা, অস্ট্রিয়া থেকে: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ সমাবেশের আয়োজন করছে অস্ট্রিয়া আওয়ামী লীগ।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার হেলওয়াগ স্ট্রিটে অস্ট্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে আজ রবিবার (১৯ নভেম্বর ২০২৩) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের পূননির্বাচিত সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল।

সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্র্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, অস্টিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, অস্ট্র্রিয়া আওয়ামী যুবলীগের সভাপতি নয়ন হোসেন, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাবুল, রতন সাহা, মনোয়ার পারভেজ, সাইফুল ইসলাম জসিম, আবদুর রব, ইমরুল কায়েস, মাহাবুব খান শামীম, এবিএম মাইনুদ্দিন, মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের সংবিধান সমুন্নত থাকলো, পাশাপাশি নির্বাচন বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারী এবং সন্ত্রাসবাদী শক্তি পরাজিত হলো।'

নজরুল বলেন, 'দেশের উন্নয়নের ধারা অটুট রাখতে নৌকাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনাকেই আবারও বিজয়ী করতে হবে।'

আপ্যায়নের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়