শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে করা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৩, ০২:১১ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৩, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় কবি আসাদ চৌধুরীর দাফন সম্পন্ন

শাখাওয়াত মুকুল, কানাডা: কানাডার টরন্টোয় অন্তিম শয্যায় শায়িত হলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি আসাদ চৌধুরী। টরন্টোর স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ৩টায় অন্টারিওর 'ডাফিন মিডোস কবরস্থানে' কবিকে দাফন করা হয়।

এর আগে জুম্মার নামাজের পর ইসলামিক ফাউন্ডেশন অব টরন্টো জামে মসজিদে কবি আসাদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে কবির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কবির কফিনে ফুলেল শ্রদ্ধা জানান কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. খলিলুর রহমান।

এছাড়া, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লিখিত শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন রাষ্ট্রদূত খলিলুর রহমান।

এসময় উপস্থিত বাংলাদেশিরা কবিকে একনজর দেখতে ভীড় জমায়।

কবির জানাজায় উপস্থিত  বাংলাদেশের মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক তাজুল মোহাম্মদ জানান, কবি আসাদ চৌধুরী ছিলেন একাত্তরের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন বাংলা সাহিত্যের উজ্জল নক্ষত্র। তাঁর মৃত্যুতে আমরা হারিয়েছি অভিভাবক।

বাংলাদেশি কানাডিয়ান অনুজীব বিজ্ঞানি ড. সোয়েব সাঈদ জানান, কবি আসাদ চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের প্রাণ।

বাংলাদেশি কানাডিয়ান ব্যবসায়ী সামিমুল হাসান জানান, বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন কবি আসাদ চৌধুরী। এমন একজন কবি পরবর্তী প্রজন্মে আর ফিরে আসবেনা।

উল্লেখ্য, টরন্টোর স্থানীয় সময় বুধবার(৫ অক্টোবর) বুধবার দিবাগত রাত ৩টায়   হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান কবি আসাদ চৌধুরী। গেল বছরের নভেম্বরে ব্লাড ক্যন্সার ধরা পড়ে কবির শরীরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়