ইমা এলিস, নিউ ইয়র্ক: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্কে আগমনে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের আনন্দ সমাবেশ ও যুক্তরাষ্ট্রস্থ বিএনপি'র প্রতিবাদ সমাবেশ শেষে পুলিশের হাতে গ্রেপ্তাকৃত বিএনপি কর্মী অবশেষে ছাড়া পেয়েছে। গত রোববার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতিবাদ সমাবেশ শেষে নিউ ইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)-এর কর্মী আজিজুল হাওলাদারকে পুলিশ সমাবেশ স্থল থেকে গ্রেপ্তার করে নিক্টস্থ পুলিশ স্টেশনে নিয়ে যায়।
[৩] গত রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শত শত নেতাকর্মীরা জন এফ কেনেডি বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে জড়ো হয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে মুখরিত করে তোলেন বিমানবন্দর এলাকা। একই সময়ে বিমানবন্দরের টার্মিনালে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন। রাত ৮টায় সকল কর্মকান্ড বন্ধে পুলিশি নির্দেশ অমান্য করায় একজন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[৪] তবে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অনতম সদস্য গিয়াস আহমেদ ও মহানগর দক্ষিণের আহ্বায়ক সেলিম রেজা দাবি করেন বিমানবন্দরে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ চালাকালে আওয়ামী লীগের কতিপয় দুষ্কৃতিকারী দেশীয় কায়দায় পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করে যে, বিএনপির কতিপয় নেতাকর্মী আওয়ামী লীগের লোকদের পিটুনি দিয়েছে। ফলে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের কর্মী আজিজুল হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ খবর জানাজানি হলে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অনতম সদস্য গিয়াস আহমেদ, মহানগর দক্ষিনের আহবায়ক সেলিম রেজা, মহানগর উত্তরের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, মহানগর দক্ষিণের সদস্য সচিব বদিউল আলম, মহানগর দক্ষিণের নেতা মির্জা আজম এবং সোহেল রানা থানায় গিয়ে এই মিথ্যা মামলার প্রতিবাদ করেন। ফলে আজিজুলকে কোর্টে চালান না দিয়েই একটি টিকিট দিয়ে পুলিশ তাকে মুক্তি দেন।
[৫] জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগমনে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে রোববার সন্ধ্যায় আনন্দ সমাবেশের আয়োজন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
প্রতিনিধি/এইচএ
আপনার মতামত লিখুন :