কানাডা প্রতিনিধি:
কানাডা প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে আগামী নির্বাচন নিরপেক্ষ করার আহ্বান জানিয়েছেন কানাডার ব্রোসাড সিটির সাবেক মেয়র ড. জন মার্ক পেলতিয়ে।
মহান ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় সময় সোমবার (২৭মার্চ) বিএনপি কানাডা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
এসময়, বাংলাদেশের জনগনের দাবি আদায়ে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা আরমান মিয়ার সভাপতিত্বে ও ক্যুইবেক প্রাদেশিক বিএনপি সভাপতি আবদুল মান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী।
আরও বক্তব্য রাখেন, কানাডা বিএনপির সহ সভাপতি মারিফুর রহমান সাবেক সাধারণ সম্পাদক কাজী দেলওয়ার হোসেন জনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খান নান্টু, বিএনপি নেতা ফারুক হাওলাদার, আব্দুস সামাদ খান নান্টু, দেওয়ান আব্দুর রাজ্জাক, জাহাংগীর আলম, কামরুল ইসলাম রানা, বনুরুল ইসলাম রুনু, হুমাউন পাটোয়ারী, তোফায়েল মোর্শেদ, নাসিম আহমেদ, আব্দুল ওয়াদুদ রোকন, যোবায়ের আহমদ ও আব্দুল আজিজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কানাডা বিএনপি নেতা নওশাদ উল্লাহ।
ইফতার মাহফিলের পূর্বে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন কানাডা বিএনপি নেতা মুহিম আহমেদ।
এসএম/এইচএ