শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৫ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে ভেনিস প্রবাসী বাংলাদেশিরা

ভেনিস প্রবাসী বাংলাদেশিরা

ইসমাইল হোসেন, ইতালি: তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দুটো দেশ। ৪৫ সেকেন্ডের এই ভয়াবহ ভূমিকম্পে কাঁদছে বিশ্ব। ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর-বাড়ি রাস্তাঘাটসহ নানা ধরনের অবকাঠামোগত স্থাপনা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের অর্থ, খাবার, পানি, বস্ত্র, তাঁবুর পাশাপাশি নিজেদের উদ্ধারকর্মী পাঠিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

বিশ্বের সংকটময় সময়ে সহযোগিতার হাত বাড়ানোর প্রচষ্টায় এবারো পিছিয়ে নেই ইতালির ভেনিস প্রবাসী বাংলাদেশিরা। মেস্ত্রে শহরে অবস্থিত বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ভেনিস প্রবাসীদের সার্বিক সহযোগিতায় তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ঘটে যাওয়া অসহায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ভেনিস প্রবাসীদের সহযোগিতায় সর্বমোট চার হাজার পাঁচশত ইউরো আর্থিক অনুদান সংগ্রহ হয়েছে।

ভূমিকম্পের পর তুরস্কে যখন বেশ জোরেশোরে মানবিক অভিযান চলছে তখন অন্যদিকে, সিরিয়ায় অনুরূপ প্রচেষ্টা তেমন একটা আশানুরুপ হচ্ছে না। সিরিয়ার ১২ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের কারণে দেশটির অভ্যন্তরে ৬৮ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। উত্তর-পশ্চিম সিরিয়ায় চল্লিশ লাখেরও বেশি মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর মধ্যে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর বর্তমান অবস্থা ভাষায় প্রকাশ করার মতো নয়। 

সিরিয়ার এই অসহায় ও করুন পরিস্থিতি  সাপেক্ষে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বাদ এশা বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত সকলের সিদ্ধান্তে পুরো আর্থিক অনুদানটি সিরিয়ায় ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহযোগিতার জন্য পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়। 

এরই ধারাবাহিকতায় "কমুনিতা ইসলামিকা দি ভেনেছিয়া এ প্রভিন্চা" এর ইমাম হাম্মাদ আল মাহামেদ কে সিরিয়ায় অসহায় মানুষদের সহযোগিতার জন্য অর্থিক অনুদানটি হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবদুল আজিজ সহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপস্থিত মুসল্লিগণ।

ইতালির ভেনিস প্রবাসীরা আর্তমানবতার সেবায় প্রত্যেকেই প্রত্যেকের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী ভূমিকম্পে ঘটে যাওয়া অসহায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যে মানবতা দেখিয়েছেন তা সবাইকে অভিভূত করেছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়