শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:০৫ বিকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রিসে অবৈধ বাংলাদেশিদের নতুন পাসপোর্ট দেওয়ার উদ্যোগ

পাসপোর্ট

কূটনৈতিক প্রতিবেদক: অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধ করণে নতুন প্রক্রিয়া শুরু করেছে গ্রিস সরকার। বাংলাদেশ ও গ্রিসের সমঝোতা চুক্তির আওতায় চলতি বছর থেকে এই প্রক্রিয়া শুরু হয়। তবে নতুন পাসপোর্ট না থাকায় এই প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না দেশটিতে বসবাসরত হাজারও অবৈধ প্রবাসী।

বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, হাতের লেখা পাসপোর্টের যুগে সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ করেছেন কয়েক হাজার বাংলাদেশি। যাদের কাছে বর্তমানে নতুন পাসপোর্ট নেই। তাই তারা বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। এবার এসব প্রবাসীদের নতুন পাসপোর্ট দিতে নতুন উদ্যোগ নিয়েছে দূতাবাস। তাই সবাইকে চলতি মাসের মধ্যেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

বৈধকরণ প্রক্রিয়ার চুক্তি অনুযায়ী অবৈধ বাংলাদেশিদের বৈধ হতে প্রথম শর্ত সকল প্রবাসীদের দুই বছরের বেশি মেয়াদসম্পন্ন পাসপোর্ট থাকতে হবে। কিন্তু নতুন পাসপোর্ট না থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে দেশটিতে থাকা হাজারও বাংলাদেশির ভবিষ্যৎ। হাতের লেখা পাসপোর্ট নিয়ে সীমান্ত দেওয়া বাংলাদেশিরা নতুন করে পাসপোর্ট করার সুযোগও পাচ্ছেন না।

বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নিতে অবৈধ প্রবাসী যাদের নতুন পাসপোর্ট নেই তাদের দ্রুত নতুন পাসপোর্ট দেওয়ার উদ্যোগ নিয়েছে দূতাবাস। এ ছাড়া দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা বাংলাদেশিরা পাসপোর্ট ছাড়া মুক্ত হতে পারছেন না। দ্রুত এসব বন্দি প্রবাসীদের কাছে পাসপোর্ট দিতে না পারলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দূতাবাসের চার্জ দা এফেয়ার্স মোহাম্মদ খালেদ বলেন, আমরা অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া অংশ নিতে সকল ধরণের সহযোগীতা অব্যাহত রেখেছি। যে সকল অবৈধ প্রবাসীদের পাসর্পোট নেই তাদের তাদের দ্রুত দূতাবাসে আবেদন করার জন্য আহ্বান জানাই।

টিআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়