শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:০৯ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, গুরুতর আহত কুমার বিশ্বজিতের ছেলে

দুর্ঘটনায়

আখিরুজ্জামান সোহান: নাডার টরেন্টো নগরীর ডুনবাসে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় মারাত্মক আহত হয়ে হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো একজন। গ্লোবাল নিউজ, সিপি ২৪, মানব জমিন

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৪ মিনিটে এই দূর্ঘটনা ঘটে। এরপর জরুরি নাম্বারে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

নগরীর অদূরে ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের সন্নিকটে স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টায় ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঘটনা স্থলেই ২০ বছর বয়সী এক যুবক ও এবং এক যুবতী নিহত হন। এছাড়া আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। হাসপাতালে যার মৃত্যু হয়েছে তার বয়স ১৭ বছর। হাসপাতালে ভর্তি অপর জন গাড়ির ২১ বছর বয়সী চালক। 

নিহতরা হলেন- আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ। আহত অপর জন্য হলেন- নিবিড় কুমার (কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর ছেলে)। 

টরোন্টো ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং গাড়িতে আটকে পড়াদের উদ্ধার করে।

হাইওয়ে পুলিশ সার্জেন্ট কেরি শ্মিড টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি ৪ জন যাত্রী নিয়ে দুন্দাস স্ট্রিটের দক্ষিণমুখ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কংক্রিটে সজোরে আঘাত করে। এসময় গাড়িটিতে আগুন ধরে যায়।

তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুয়ায়ী বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তিনি যোগ করেন। দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিশ্চিত করেছেন, ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং আরও ২ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সেখানে একজন মারা যান। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গাড়ির আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয়জনকে হাসপাতালে নেয়ার পর জনও মারা যান। আহত নিবিড় কুমার (যিনি গাড়ি চালাচ্ছিলেন) যার অবস্থা আশঙ্কাজনক। তারা ৪ জনই আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে টরেন্টোতে বসবাস করতেন।

অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিলো। সে সময় সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে গিয়ে আগুন ধরে যায়।

এমএএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়