শিরোনাম
◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৬:১১ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা

সহযোগিতায় প্রস্তুত বাংলাদেশি কানাডীয়ান বিশেষজ্ঞরা  

বাংলাদেশি এনভায়রমেন্ট নেটওয়ার্কের সভা

সালেহ্ বিপ্লব: বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সবচেয়ে বড় শিকার হবে বাংলাদেশ। আর তা থেকে উত্তরণের জন্য বাংলাদেশে পরিবেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রবাসে থাকা বাংলাদেশি  বিশেষজ্ঞদের অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক কাজে লাগানোর তাগিদ দিয়েছেন কানাডায় বসবাসরত পরিবেশ বিশেষজ্ঞরা।

টরন্টোর বাঙালি অধ্যুষিত ফাইভ মেসি স্কোয়ার মিলনায়তনে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের কানাডা চ্যাপ্টারের (বিইএন কানাডা) আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ পরামর্শ ও মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিযা মোকাবেলা এবং বাংলাদেশের পরিবেশ উন্নয়নে প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের সংযুক্ত করার প্রক্রিয়ায় ভূমিকা রাখতে বাংলাদেশি এনভায়রমেন্ট নেটওয়ার্কের  জন্ম হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এই সংগঠন সক্রিয় রয়েছে। এবার কানাডায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো। 

ডঃ মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে  প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞানী ড. মনিরুল মির্জা, সেভ আওয়ার  এনভায়রনমেন্ট কানাডার প্রেসিডেন্ট ও  প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সাইদুজ জামান, বাংলাদেশ কানাডা কমিউনিটি সার্ভিসেসের নির্বাহী পরিচালক ড. নাসিমা আক্তার। নতুন দেশের প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক অধ্যাপক টিটো খন্দকার, অধ্যাপক ড. সুজিত দত্ত, ড. তারিক আলী,  সোলায়মান তালুত রবিন, বিজ্ঞান লেখক স্বপন বিশ্বাস, জান্নাতুল ইসলাম, সোপা রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে সরকারি- বেসরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের পাশাপাশি প্রবাসীদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এজন্য পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সম্মিলিত উদ্যোগের তাগিদ দেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়