শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডা বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

শাখাওয়াত মুকুল: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালন করেছে কানাডা বিএনপি।

স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে কানাডার মন্ট্রিয়লে পার্ক এক্সটেনশনে একটি রেস্তোরাঁয় দোয়া ও আলোচনা সভার মাধ্যমে এই জন্মবার্ষিকী পালন করা হয়।


কানাডা বিএনপির সহ সভাপতি মারিফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি  ছিলেন কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী।

এসময় ফয়সল আহমেদ চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। জিয়াউর রহমান  যদি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাঙালি জাতি আজও স্বাধীনতা পেতোনা। জিয়াউর রহমান ছিলেন বাংলার মানুষের আলোর দিশারী। তিনিই ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। 


সভাপতির বক্তব্যে মারিফুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন একটি স্বাধীন ভুখন্ড। সেদিনকার একজন সেক্টর কমান্ডার মেজরের কণ্ঠে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছিলো।

জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া পরবর্তী  আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কানাডা বিএনপির সাধারণ সম্পাদক৷ আরমান মিয়া মাস্টার, ক্যুইবেক প্রভিন্স বিএনপির  সভাপতি আবদুল মান্নান, কানাডা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, কানাডা বিএনপি নেতা দেওয়ান আবদুর রাজ্জাক রাজু, ফারুক হাওলাদার।

আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুস সামাদ, আব্দুল ওয়াদুদ রুকন, মুহিম আহমেদ, তোফায়েল মুর্শেদ সোয়েব,  নৌশাদ উল্যা, নুরুল ইসলাম রুনু, শাফি উদ্দিন আহমেদ, তিশা চৌধুরী প্রমুখ।

এসএম/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়