শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৩, ১০:৫২ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২৩, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপে যাওয়ার পথে তুর্কি সীমান্তে প্রাণ হারাচ্ছে বহু বাংলাদেশি

তুর্কি সীমান্ত

মাজহারুল ইসলাম: দালালের খপ্পরে পড়ে ইউরোপে যাওয়ার পথে তুর্কি সীমান্তে প্রতিদিনই বহু বাংলাদেশির মৃত্যু হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি এ ধরণের আরো ঘটনা বেড়েছে। পার্সটুডে

লেবাননের কর্মরত সাংবাদিক মিলন খান জানান, গত ২ জানুয়ারি দালালের খপ্পরে পড়ে তার এক ঘনিষ্ঠ ব্যক্তি ইরান থেকে অবৈধভাবে তুরস্ক হয়ে গ্রিসে যাওয়ার পথে তুর্কি সীমান্তরক্ষীদের গুলিতে মারা গেছেন।

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ওয়ালিদ ইসলাম বলেছেন, প্রায় প্রতিদিনই তুর্কি সীমান্তে গুলিতে অথবা ঠাণ্ডায় বহু বাংলাদেশি মারা যাচ্ছেন। তাদের মরদেহ সংগ্রহ করাও সম্ভব হচ্ছে না। বহু মরদেহ বরফের নিচে চাপা পড়ে আছে। কোনো দিন কেউ তাদের সম্পর্কে জানতেও পারে না। দূতাবাস অনেক চেষ্টা করেও এমন প্রবণতা ঠেকাতে পারছে না। 

ওয়ালিদ ইসলাম আরো বলেন, এর সঙ্গে জড়িত বাংলাদেশি দালালরা। তারা আরব আমিরাত এবং ওমানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের অবৈধভাবে ইরানে নিয়ে আসছে। এরপর ইরান থেকে তুরস্ক হয়ে গ্রিসে পাঠানোর লোভ দেখাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, দুই-একজন হয়তো অবৈধভাবে ইউরোপে ঢুকতে পারছে, কিন্তু বেশিরভাগই ক্ষতির শিকার হচ্ছেন। অনেকেই মারা যাচ্ছেন। কারোরই অবৈধভাবে কোনো দেশে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। এতে মৃত্যুঝুঁকির পাশাপাশি অবশিষ্ট সহায়-সম্বল হারানোরও আশঙ্কা রয়েছে। অর্থ-সম্পদতো কখনোই জীবনের চেয়ে বড় হতে পারে না।
এমআই/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়