ওবায়দুল হক মানিক, আরব আমিরাত: শারজাহ আল নাব্বা এলাকায় মোবারক সেন্টারের পেছনে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান মোহাম্মদ শাহ বিজনেসম্যান সার্ভিস এর শুভ উদ্বোধন হয়েছ।
ট্রেড লাইসেন্স, ভিসা টাইপিং,মেডিকেল টাইপিং,ডকুমেন্ট ক্লিয়ারিং সার্ভিস ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এর ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রতিষ্টানের পক্ষ থেকে জানানো হয়। বাংলাদেশিদের জন্যে বিশেষ সুবিধার কথা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিষ্ঠান উদ্বোধন করেন লোকাল স্পসোর মোঃ সালে আমির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ বিজনেসম্যান সার্ভিস এর ম্যানেজিং ডাইরেক্টর আবু তাহের, জেনারেল ম্যানেজার এ আর রহিম অপারেশন ম্যানেজার ফাতেমা হাসান নিঝুম সহ প্রতিষ্টানের কর্মকর্তা কর্মচারী শুভকাঙ্খীগণ।
এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকার প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে অনেকটাই কার্যকর ভূমিকা রাখবে প্রবাসীরা।
ওএইচএম/এনএইচ