সৌদি আরব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য হলেন সৌদি আরবে রিয়াদে অবস্থানরত মোঃ আরকান শরীফ। তিনি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির চেয়ারম্যান ডক্টর মির্জা আব্দুল জলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
মোঃ আরকান শরীফ দীর্ঘ এক যুগ রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সঙ্গে কাজ করছেন। ২০১০ সালে তিনি রিয়াদ মহানগর যুবলীগের সহ-সভাপতি মনোনীত হন। ২০১৮ সালে একই সংগঠনের সাধারণ সম্পাদক মনোনীত হন এবং ২০২২ সালে সভাপতির দায়িত্ব পান। তিনি বালাদেশের গোপালগঞ্জের মুকসুদপুরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
আরকান শরীফ বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আর সেই সংগঠনের উপ কমিটিতে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি সততার সহিত পালন করব।