শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৫৭ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচনে রব-রুহুল প্যানেল জয়ী

রব মিয়া ও রুহুল আমিন সিদ্দিকী

শাহনাজ বেগম (নিউ ইয়র্ক থেকে): বিপুল উৎসাহ উদ্দীপনায় নিউইয়র্কে শেষ হয়েছে বাংলাদেশ সোসাইটি নির্বাচন।

মোহাম্মদ রব মিয়াকে সভাপতি ও রুহুল আমিন সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে নতুন নেতৃত্ব পেল যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’।

নিউ ইয়র্ক স্থানীয় সময় রোববার পাঁচ কেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে জয় পায় রব-রুহুল প্যানেল। ১৯৭৫ সালে জন্ম হওয়া এই সংগঠনে ২৭ হাজার ভোটারের মধ্যে অংশ নেয় সাড়ে ৫ হাজার ভোটার। এবারও নির্বাচন হবে কি না সে আশঙ্কা ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলক কম। নির্বাচন শেষে নিউ ইয়র্ক সিটির উডসাইডের গুলশান টেরেস থেকে নির্বাচনী ফলাফল ঘোষনা করা হয়।

গত ২০১৮ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একাধিক মামলা ও কোভিড-১৯ এর কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি কমিশনের সদস্যদের নিয়ে ফলাফল ঘোষণা করেন। 

দু’বছর মেয়াদি এ বিজয়ী কমিটির অপর কর্মকর্তারা হলেন: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, ভাইস প্রেসিডেন্ট ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ লিপি, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সল আহমেদ, ক্রীড়া সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব ও শিক্ষা সম্পাদক প্রদীপ কান্তি।

সদস্যরা হলেন ফারহানা চৌধুরী, আকতার বাবুল, বাশার ভূইয়া, শাহ মিজান, সুশান্ত দত্ত ও সাদী মিন্টু।

নির্বাচন কমিশনের অপর সদস্যরা ছিলেন মোহাম্মদ এ হাকিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, কাওসারুজ্জামান কয়েস, মোহাম্মদ রুহুল সরকার ও খোকন মোশারফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়