শিরোনাম
◈ ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কর্মীসভায়  দুই পক্ষের মধ্যে হাতাহাতি, আহত ২ ◈ তিস্তার পানি কমলেও দুর্ভোগে ৫ উপজেলার মানুষ ◈ শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব ◈ খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ আল্লাহ তু‌মি রহম ক‌রো, এ‌শিয়া কা‌পে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ভারত যে‌নো ম‌্যাচ বয়কট ক‌রে: বা‌সিত আ‌লি  ◈ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি ◈ উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের দুটিতে বাংলাদেশ ◈ সিঙ্গাপুরে অনেক কম খরচে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ, সময় লাগবে ৪-৬ মাস ◈ এই দীপাবলিতে আপনাদের জন্য দ্বিগুণ আনন্দের ব্যবস্থা করছি: নরেন্দ্র মোদী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ০৪:১৮ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসবাদের মামলায় মালয়েশিয়ায় অভিযুক্ত দুই বাংলাদেশি, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার জোহর বাহরুতে দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সেশনস কোর্টে ৩১ বছর বয়সী মো. মামুন আলীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ‘সাহিফুল্লা ইসলাম’ নামের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দিয়েছেন। দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় আনা এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। 

অপর অভিযুক্ত ২৭ বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ—তিনি চলতি বছরের ১০ জুলাই বিকেল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে ব্যবহৃত হনোর এক্স৬এ মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি রেখেছিলেন। দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় এই অভিযোগে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা এবং সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। খবর মালয় নিউজের।

মামলাটি বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের আদালতে শুনানি হয়। আগামী ১২ সেপ্টেম্বর দোভাষী নিয়োগের জন্য মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের হয়ে মামুন আলীর মামলায় ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের মামলায় নূর আইনিয়া রিদওয়ান উপস্থিত ছিলেন। তবে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়