শিরোনাম
◈ আওয়ামী লীগ থেকে তো প্রচুর যোগাযোগ হচ্ছেই, আমাকে বলে দলের হাল ধরতে: তাজউদ্দীন আহমদের বড় মেয়ে ◈ এপস্টাইন কী ভাবে ‘শিকার’ ধরতেন? কী করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর, চ‌লে আস‌লো ট্রাম্পের নাম  ◈ শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ এর প্রতি‌বেদন ◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন ◈ এন‌সি‌পি কী আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়? ◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে?

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ১২:৫৮ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশীয় ফলের সমাহারে  বর্ণাঢ্য আয়োজনে দুবাইতে 'ফল উৎসব' সম্পন্ন

আবছার তৈয়বী, ইউ.এ.ই প্রতিনিধি: প্রবাসে বাংলাদেশী দেশীয়  ফলের বাজার সৃষ্টি করতে আর প্রবাসে সুলভে দেশীয় ফল কেনার সুযোগ সৃষ্টি করতে আমিরাতের দুবাইয়ের আবির বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজন করে বাংলাদেশী ফল উৎসব ২০২৫-।  অনুষ্টানে ফল উৎসবের পাশাপাশি ছিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন। 

রোববার (২০ জুলাই) দুবাইয়ের একটি ইনডোর স্টেডিয়ামে  এই আয়োজন করা হয়। বৃহত্তর এই উৎসবে স্থান পেয়েছে দেশে উৎপাদিত হরেক রকমের ফল।

ফল উৎসবের আহবায়ক ও বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক ইউএই'র সিইও মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান। 

প্রধান অতিথি আশীষ কুমার সরকার বলেন, বিদেশে মৌসুমী ফল উৎসবের ধারাবাহিকতা রাখা গেলে ভিনদেশীদের কাছে দেশীয় ফলের পরিচিতি আরো বৃদ্ধি পাবে। তিনি সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরো পরিসরে আয়োজনের কথা বলেন।

সাংবাদিক কামরুল হাসান জনি ও তন্বী সাবরিনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আলহাজ্ব শরাফাত উল্লাহ, এনাম চৌধুরী, আজিম উদ্দিন, সিরাজ নওয়াব, মুছা আল মামুন। আজমান বাংলাদেশ সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, শারজাহ বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন, উম্ম আল কোয়াইন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিবুর রহমান, আক্তার হোসেন সিআইপি, মোহাম্মদ বদরুল সিআইপি, সংগঠক আবুল কালাম প্রমুখ।

এতে অ্যাসোসিয়েশন সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে উপস্থিত ছিলেন সেলিম রেজা, নজরুল ইসলাম, রাশহেদুর রহমান চৌধুরী, মজিবুল রহমান মঞ্জু, মোহাম্মদ শহিদুল্লাহ, বোরহান চৌধুরী প্রমুখ। 

ফল উৎসবে ২৫ জন সাংবাদিক ও ৮ জন শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ, শিল্পী সমিতি ও লেডিস ক্লাবের সদস্যা আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রায় ৭ শতাধিক বাংলাদেশি এতে অংশ নেন।
আলহাজ্ব ইয়াকুব সৈনিক জানান, প্রবাস প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে তাদের এই আয়োজন। প্রায় পঞ্চাশ রকম ফলের প্রদর্শনী, দেশীয় ফলের উপর শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারীদের ফলের ঝুড়ি সাজানো ও অলঙ্করণ ছিল উৎসবের বিশেষ আকর্ষণ।

উৎসবে আগতরা আগামীতে এই আয়োজনের পরিসর বৃদ্ধি করে বড় পরিসরে মেলা আকারে আয়োজনের  আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়