শিরোনাম
◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৩:০৬ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুলস্তা যাচাই করে ভিসা দিচ্ছে ইতালি

ইতালিতে কাজের অনুমতি (নুলস্তা) যাচাই করে ভিসা দিচ্ছে দেশটি। যারা ২০২৪ সালের ১১ অক্টোবরের আগে নুলস্তাসহ ভিসা আবেদন করেছেন এবং যাদের এখনও কোনো তথ্য আসেনি, তাদের আবেদন বহাল রয়েছে। বুধবার (১৯ মার্চ) এ তথ্য পররাষ্ট্রসচিব মো জসীম উদ্দিনকে জানান ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে অভিবাসি শ্রমিকদের ভিসা জমে থাকা আবেদনগুলো নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রসচিব। ভিসার আশায় থাকা অভিবাসি প্রত্যাশীদের নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাওয়া বা বাতিল হওয়ার কারণে আবেদনকারি ও তাদের পরিবার বড় অর্থনৈতিক, সামাজিক ও মানসিক ক্ষতির সম্মুক্ষিণ হচ্ছেন। ফলে দ্রুত সময়ের মধ্যে তা সমাধানে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন পররাষ্ট্রসচিব।

এ সময় রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবকে জানান, ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালি সরকার নতুন আইন করেছে। ফলে ২০২৪ সালের ২২ অক্টোবরের আগে বাংলাদেশিদের অনুকূলে দেয়া নুলস্তাগুলো বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে। ফলে আইন হওয়ার আগে যারা ভিসা আবেদন জমা দিয়েছেন, তাদের পাসপোর্ট ফেরত দিয়েছে দূতাবাস। তবে তাদের আবেদন এখনও বহাল রয়েছে যতক্ষণ না নুলস্তা বাতিল না হয়।

রাষ্ট্রদূত জানান, ইতালির প্রদেশিক অভিবাসন কর্তৃপক্ষ একান্তভাবেই নুলস্তার যাচাই করে থাকে। এ কর্তৃপক্ষই যাচাই করে জানিয়ে দেয় কারও নুলস্তা সঠিক নাকি বাতিল করা হয়েছে। ফলে যাচাইয়ের অপেক্ষায় থাকা নুলস্তা সঠিক না বাতিল, এ প্রক্রিয়ায় দূতাবাসের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালি সরকার নতুন যে আইন করেছে, তার ফলে নুলস্তার মেয়াদও স্থগিত হয়। উৎস: চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়