শিরোনাম
◈ দেশকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা : প্রধানমন্ত্রী ◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৪, ১০:০২ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২৪, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবন বাঁচানোর আকুতি নিয়ে পশ্চিমবঙ্গে  আন্তর্জাতিক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছর বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবনের উপর দিয়ে ঝড়-জলোচ্ছাস বয়ে যায়। ফলে এই বন তার নিজস্বতা হারিয়ে ফেলছে। এই বনের বৃক্ষের সাথে সাথে প্রাণীকূলও তার বাসস্থান হারাচ্ছে । তাই এই বিষয়টিকে স্লোগানে  রেখে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার  বকখালিতে সুন্দরবন আর্ট একাডেমী দ্বিতীয়বারের মত এক আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের আয়োজন করে। 

এই ক্যাম্পে বাংলাদেশ, ভারত ও নেপালের প্রবীণ ও নবীন মিলে ৫২ জন শিল্পী অংশগ্রহণ করেন।  অতিথি হিসাবে এই ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশের চিত্রশিল্পী নাজমুন নাহার রহমান,  বিশিষ্ট সাংবাদিক আলম হোসেন খান,  ভারতের  ভাস্কর্য শিল্পী বিমান নাগ, লেখিকা শম্পা নাগ, চিত্র শিল্পী সৌমিত্র মন্ডল, কিউরেটর কাজরী  ভট্টাচার্য এবং নেপালের চিত্র শিল্পী শ্যাম সুন্দর ইয়াদেব। গোটা ক্যাম্পের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন শিল্পী দেবরাজ বেরা। 

প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অতিথিরা ৬ মার্চ দুই দিনব্যাপী ক্যাম্প উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রথম দিন শিল্পীরা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বকখালির সৈকতে ছবি আঁকেন। দ্বিতীয় দিনে বকখালিতে অবস্থিত জয়গুরু আবাসনের প্রাঙ্গণে শিল্পীরা সুন্দরবন ও তার প্রাণীদের নিয়ে ছবি আঁকেন। 

রাতে শিল্পীদের হাতে সুন্দরবন আর্ট একাডেমীর পক্ষ থেকে শিল্পীসম্মাননা তুলে দেওয়া হয়। পরে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের প্রতিভার সাক্ষর রাখেন এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। শিশু শিল্পী অনুভব বেরার অনবদ্য আবৃত্তি মুগ্ধ করে সকলকে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়