শিরোনাম
◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:০১ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিআরইউ’র নির্বাচনে সভাপতি শুভ সাধারণ সম্পাদক মহিউদ্দিন

মনিরুল ইসলাম: [২] রাজধানীর পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৪ সালের জন্য নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন।

[৩] বৃহস্পতিবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

[৪] এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে টানা ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে ১৭৩১ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১৪০৪ জন।

[৫] নির্বাচনে সভাপতি নির্বাচিত সৈয়দ শুকুর আলী শুভ পেয়েছেন ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাখাওয়াৎ হোসেন বাদশা পেয়েছেন ৪২৯ ভোট। এই পদে মোট চারজন প্রার্থী হলেও পরে একজন (জহিরুল হক রানা ১২ ভোট) প্রার্থীতা প্রত্যাহার করে নেন। অপর প্রার্থী কবীর আহমেদ খান ৩৫৭ ভোট পেয়েছেন।

[৬] অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বিজয়ী মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদায়ি কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৪৭১ ভোট। একই পদে প্রতিদ্বন্দ্বীতা করা ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী পেয়েছেন ৩০৭ ভোট।

[৭] নতুন কমিটিতে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি শফীকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ এবং কল্যাণ সম্পাদক পদে মো. তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

[৮] এ ছাড়া কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সাতজন সদস্য হলেন হাবিবুর রহমান, ফারহানা ইয়াসমিন, সাঈদ শিপন, মুহিবুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম। সম্পাদনা: তারিক আল বান্না

এমআই/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়