শিরোনাম
◈ রাজধানীতে আগুন: মাসে দুই হাজারের বেশি অগ্নিকাণ্ড ◈ 'করোনার পর থেকে ভাই দাঁড়াইতে পারিনি, একের পর এক হোঁচট খাচ্ছিই' (ভিডিও) ◈ রাজধানীর হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে ◈ ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, কে কত? পুরোহিতরাও আওতায় আসবেন  ◈ হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড ◈ নির্যাতন বন্ধে বাংলাদেশে স্থায়ী সংস্কার প্রয়োজন: এইচআরডব্লিউ ◈ মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়াতে শিক্ষক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্য উপদেষ্টা ◈ বিজ্ঞাপন ঘিরে ব্যাপক বিতর্কের মুখে পাকিস্তানি এয়ারলাইন্স! ◈ দিয়ালোর হ্যাটট্রিকে সাউদাম্পটনকে সহজে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারালো রিয়াল মাদিদ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

৪ মার্চ সিরাজগঞ্জ প্রেসক্লাব নির্বাচন

সিরাজগঞ্জ প্রেসক্লাব

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব এর ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষে ৬৫ সদস্যের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। আগামী ৪ মার্চ এ সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টাঙ্গানো সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

এদিকে দীর্ঘ কয়েক বছর পর বৃহৎ পরিসরে ভোটার তালিকা প্রকাশ ও পূর্বের ৪৬ জন সদস্যের সাথে নতুন করে এবার আরও ১৯ জনকে অন্তর্ভুক্ত করে মোট ৬৫ জন সাংবাদিক একতাবদ্ধ করায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বর্তমান কার্যনিবার্হী কমিটির সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুকে ধন্যবাদ জানিয়েছেন।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান জানান, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন হাতেগনা কয়েকজন সাংবাদিকের কব্জায় জিম্মি ছিল। ফলে গুরুত্বপূর্ণ কিছু গণমাধ্যমকর্মীদের ক্লাবের সদস্যপদ নিয়ে একটা সংকট বিদ্যমান ছিলো। সেই সংকট কাটিয়ে বর্তমান কার্যনিবার্হী কমিটি নিয়মতান্ত্রিকভাবে যাচাই-বাছাই করে ১৯ জনকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ বলেন, দীর্ঘ কয়েক বছর পর ঐতিহ্যবাহী এ সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করবেন। সেই লক্ষ্যে সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়