শিরোনাম
◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮৫ বছর পর বন্ধ হচ্ছে বিবিসি আরবি রেডিও সম্প্রচার

বিবিসি

মিহিমা আফরোজ: খরচ কমাতে বিবিসি বিশ্বজুড়ে বিভিন্ন কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এর ধারাবাহিকতায় বিবিসিতে মূলত আরবি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ হয়ে গেছে। এখন ডিজিটাল সেবার ওপর জোর দিতে চান সম্প্রচারকারীরা। গত শুক্রবার ছিল বিবিসি আরবি ভাষার রেডিও অনুষ্ঠানের শেষ সম্প্রচার। এরপর থেকে এই রেডিও চ্যানেলের আর কোনো অনুষ্ঠান শোনা যাবে না। থেমে গেল ৮৫ বছরের দীর্ঘ যাত্রা। আল-জাজিরা 

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গত সেপ্টেম্বর মাসে আরবি ভাষায় সম্প্রচার বন্ধ করার ঘোষণা দিয়েছিল। শুধু আরবি নয় সেই ঘোষণায় বাংলা, হিন্দি, চাইনিজ, ফার্সিসহ মোট ১০টি ভাষায় রেডিও বন্ধের ঘোষণাও দেয় বিবিসি। কর্পোরেশন সেই সময়ে জানিয়েছিল, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের সম্মিলিত চাপের মুখে এটি একটি 'কঠিন সিদ্ধান্ত নেওয়া। তবে, রেডিও সম্প্রচারের পরিবর্তে আরবি ও ফারসি উভয় ভাষায় বিবিসি টিভি সম্প্রচার চলবে। 

আরবি ও ফারসি ভাষার অডিও ও অন্যান্য ডিজিটাল ক্ষমতা বাড়াতে বিনিয়োগ করা হবে। বিবিসি আরবি রেডিও মিশরে যাত্রা শুরু করে ১৯৩৮ সালের ৩ জানুয়ারি। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান হোসাম এল সোকারি জানান, বিবিসি আরবি রেডিওর সেবা প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। 

তারা ছোট ও তুলনামূলকভাবে সস্তা ডিভাইস ব্যবহার করে সংবাদ শুনতে পারে। এখন তাদের সম্ভবত বিবিসির সেবা পেতে আরও বেশি খরচ করতে হবে।

গত ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা রেডিওর ৮১ বছরের যাত্রা শেষ হয়। ওইদিন বিবিসি রেডিওতে শেষবারের মতো সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায় সংবাদ ও সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান 'প্রবাহ' ও 'পরিক্রমা' প্রচারিত হতো। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকা রেডিওটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়